সুস্বাস্থ্য আর সতেজ জীবনের লক্ষ্যে পথচলা

আপনার দোরগোড়া পর্যন্ত দূষণমুক্ত তরতাজা মাছ পৌঁছে দিতে মাছবাজার ডট কম সবসময় প্রতিশ্রুতিবদ্ধ

বাজার করুন »

আমাদের লক্ষ্য

প্রাণিজ আমিষের চাহিদার ৬০% জোগান আসে মাছ থেকে। আর এই আমিষের অভাবে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর অন্যদিকে ব্যঘাত ঘটছে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া । আমাদের লক্ষ্য দেশের মানুষকে সাথে নিয়েই এই ঘাটতিগুলো পূরণে কাজ করে যাওয়া।

আর্থ-সামাজিক দায়িত্ব

বাংলাদেশের জিডিপির ৩.৫২% আসে মৎস্যখাত থেকে। তাছাড়া, জনগোষ্ঠীর ১২% এর অধিক প্রত্যক্ষ বা, পরোক্ষভাবে জীবন-জীবিকার জন্য মৎস্যখাতের সাথে সম্পৃক্ত। আমরা এই অবদানে শরীক হতে চাই নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে। দূর-দূরান্তের জেলেদের পরিশ্রমের ফল ছড়িয়ে দিতে চাই গোটা দেশে।

টীম মাছবাজার

শুরুতে আমাদের ডেলিভারী শুধু ঢাকা কেন্দ্রিক হলেও পর্যায়ক্রমে আমরা সব বিভাগে মাছ পৌঁছে দিতে কাজ শুরু করেছি। শুরুটা হয়েছিল ২০২১ এর অগাস্টে। মাগুরা থেকে আমরা এক মাসের মধ্যেই স্থানান্তরিত হয়ে ঢাকার বনশ্রী, রামপুরা এসে কার্যক্রম শুরু করি।

মাছ সংগ্রহ

আপনারা অনেকেই জানেন, খুলনার পাইকগাছা ও সাতক্ষীরা জেলায় অনেক বড় বড় মাছের ঘের রয়েছে। আমরা সরাসরি মাছের ঘের থেকে মাছ সংগ্রহ করে কোন ধরণের ক্যামিকেল ছাড়াই আপনাদের কাছে পৌঁছে দিব ইনশা আল্লাহ। এছাড়াও চট্টগ্রাম ও খুলনা থেকে সামুদ্রিক ও শুটকি মাছও আমরা সংগ্রহ করে থাকি।

ডেলিভারি এরিয়া

ঢাকা শহরের ধানমন্ডি, লালমাটিয়া, মুহাম্মাদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বুয়েট, নিউমার্কেট, হাজারিবাগ, আজিমপুর, কামরাঙ্গির চর, লালবাগ, ইসলামবাগ, বংশাল, চক বাজার, গুলিস্তান, নবাবপুর(চলমান)...

কাস্টমার সাপোর্ট

যাত্রা শুরু থেকে এখন অবধি আমাদের পৌঁছে দেয়া মাছ নিয়ে কোনো অভিযোগ আসে নি আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যক্রমে কখনো যদি মাছের কোয়ালিটি এবং সতেজতা নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে 01755-715867 ফোন করে জানাতে পারবেন।